ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ হবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই নির্বাচনটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

সবার অংশগ্রহণে এ নির্বাচন অর্থবহও হবে।  

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড়ের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।  

পড়ুন>> প্রধানমন্ত্রী নয়, জাতির পিতার কন্যা হিসেবেই গর্ববোধ করি

একই সময় নিজ নির্বাচনী এলাকা টুঙ্গীপাড়ার জনসভায় টেলিফোনে বক্তব্য দেন তিনি।  

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি। জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে সক্ষম হবো।

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোমতে তারা যেনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।  

নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান আওয়ামী লীগ সভাপতি। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় টেলিফোনে বক্তব্য দেন বঙ্গবন্ধুকন্যা।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ