ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গৌরীপুরে ঐক্যফ্রন্ট প্রার্থীর ওপর হামলার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
গৌরীপুরে ঐক্যফ্রন্ট প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের ওপর হামলার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টাঙ্গাডিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ইকবাল হোসাইন অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জনসংযোগ করছিলাম।

এ সময় একদল নৌকার সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে।  

তিনি বলেন, ভোটের মাঠে ধানের শীষের জোয়ারে দিশেহারা মহাজোটের প্রার্থী ও কর্মীরা। এ কারণেই হামলা মামলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য গণগ্রেফতার করছে পুলিশ। এসব ঘটনায় একাধিকবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেই তাদের।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনের ওপর হামলা হয়েছে এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি।

তবে আমাদের কাছে তথ্য ছিলো তিনি ও তার লোকজন বোকাইনগর এলাকায় টাকা বিলি করছেন। এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।