বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে জেলার সাঁথিয়া উপজেলার সেলন্দা বাজারে নির্বাচনী গণসংযোগের সময় এ হামলার ঘটনা ঘটে।
ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ, সেলন্দা বাজারে পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা চালানোর সময় জয় বাংলা স্লোগান দিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে একদল দুর্বৃত্ত।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক হামলা করেই যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ নিয়ে ১৩ বার তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন অধ্যাপক আবু সাইয়িদ।
এ বিষয়ে অধ্যাপক আবু সাইয়িদের ব্যক্তিগত সহকারী মেহেদী হাসান বলেন, আমরা স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ঘটনা অবহিত করেছি।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত না করে বলতে পারছি না।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
আরএ