ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রংপুর বিভাগে র‌্যাবের ৬৮ টহল টিম

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
রংপুর বিভাগে র‌্যাবের ৬৮ টহল টিম ব্রিফ করছেন র‌্যাব কর্মকর্তারা

রংপুর: জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে রংপুর বিভাগে র‌্যাবের ৬৮টি টহল টিম মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর বিভিন্ন স্থানে মহড়া শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে র‌্যাব-১৩ (রংপুর) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রত্যেক জেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এছাড়াও ডগ স্কোয়ার্ড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ক্রাইম শনাক্তকরণ টিম মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও ব্যবহার করা হবে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। রংপুর বিভাগে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে র‌্যাব প্রস্তুত রয়েছে। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা বুধবার রাত থেকে রোভার্স পেট্রোলিং কার্যক্রম শুরু করেছি। নগরীর সব হোটেল, রেস্তোরাঁ রেলস্টেশন, বাস টার্মিনালে তল্লাশি জোরদার করা হয়েছে।   নির্বাচনে কোনো ধরনের অপপ্রচার, গুজব ও অপপ্রচার চালানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ