ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে ধানের শীষের প্রচারণার সময় আটক ১৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
সিলেটে ধানের শীষের প্রচারণার সময় আটক ১৪

সিলেট: সিলেটে ধানের শীষের প্রচারণাকালে ঝটিকা অভিযান চালিয়ে ১৪ নেতাকর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, আম্বরখানা, কাজিরবাজার থেকে তাদের আটক করা হয়।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষের প্রচারণা চালানোর সময় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

 

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
 
সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী একই দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে তার ২০০ নেতাকর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ