ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট কেনাবেচার সময় জাল-আসল টাকাসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
ভোট কেনাবেচার সময় জাল-আসল টাকাসহ আটক ২  জাল ও আসল টাকাসহ আটকরা। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোট কেনার সময় জাল ও আসল টাকাসহ বিএনপি ও ছাত্রদলের ২ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। এরা হলেন- নাচোল বিএনপির পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হামিদুর রহমান মুকুল।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে নাচোল থানা পুলিশ জানতে পারে বিএনপির কয়েকজন কর্মী ভোট কেনার জন্য টাকা নিয়ে শহরে গণসংযোগ চালাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের পৌরসভার প্রধান গেটে অভিযান চালিয়ে নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দুরুল হোদা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান মুকুলের দেহ তল্লাশি করে ২৫ হাজার জাল টাকা ও ১০ হাজার আসল টাকা জব্দ করে। পরে তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।