বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে লুৎফুরের জনসভায় যাওয়ার পথে মিছিলের অন্তত পাঁচ জায়গায় করা হয়। আর এতে ঐক্যফ্রন্ট সমর্থক শতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি করা হয়েছে।
অভিযোগ উঠেছে, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী লুৎফুর রহমান কাজলের শেষ নির্বাচনী জনসভা ছিল শহরের শহীদ সরণীর দলীয় কার্যালয়ের সামনে। আর শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন ধানের শীষের কর্মী-সমর্থকরা। বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাহাড়তলী এলাকা থেকে একটি মিছিল সমাবেশে যোগ দিতে আসার পথে কালুর দোকান এলাকায় পুলিশি গুলিবর্ষণ শুরু হয়।
একইভাবে পুলিশ শহরের কলাতলী, বাস টার্মিনাল, খুরুশকুল ব্রিজ এলাকা ও পিএমখালীর নয়াপাড়া এলাকায় ধানের শীষের মিছিলে লাঠিচার্জ করা হয়।
ঐক্যফ্রন্টের প্রার্থী লুৎফুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সকল প্রার্থী ও সমর্থকদের প্রতি পুলিশের নিরপেক্ষ আচরণের আহ্বান করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে আমাদের সমাবেশে আসার পথে আওয়ামী লীগ কোথাও হামলা করেনি, অথচ হামলা করেছে পুলিশ। যেনো পুলিশই আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।
কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে খুরুস্কুল রাস্তার মাথায় ধানের শীষের মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁড়েন বিএনপির কর্মীরা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসবি/টিএ