ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইভিএমে কারচুপির আশঙ্কা রিটা রহমানের

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
ইভিএমে কারচুপির আশঙ্কা রিটা রহমানের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রিটা রহমান। ছবি: বাংলানিউজ

রংপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন রংপুর-৩ (সদর) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী রিটা রহমান।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে রংপুর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।  

রিটা রহমান অভিযোগ করেন, ‘ইভিএম নিয়ে সাধারণ মানুষ এখনও শঙ্কিত।

ইভিএমে ভোট কারচুপির সম্ভাবনা রয়েছে। এ কারচুপি ঠেকাতে সাংবাদিকদের ‘ওয়াচ ডগ’ এর ভূমিকা জরুরি। ’

তিনি বলেন, ‘ভোট চুরি হবে না, তার নিশ্চয়তা নেই। ইভিএম ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেও আশা অনুরুপ ফল পাইনি। অথচ এটা একটা অপরিচিত প্রক্রিয়া। পশ্চিমা দেশ থেকে আনা ইভিএমে স্বচ্ছ ভোট হবার সম্ভাবনা নেই। তারপরও আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকবো। ’

নির্বাচনী ইশতেহারের আটটি বিষয় তুলে ধরে রংপুরে বিক্ষিপ্ত উন্নয়নের পরিবর্তে পরিকল্পিত উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন রিটা রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাবেক সংসদ সদস্য শাহিদার রহমান জোসনা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ-উন-নবী ডন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগরের সভাপতি নূর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ