ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গ্রহণযোগ্য নির্বাচনে আশাবাদী ব্রিটিশ হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
গ্রহণযোগ্য নির্বাচনে আশাবাদী ব্রিটিশ হাইকমিশনার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক

মৌলভীবাজার: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লেক এ আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় যে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিকমতো দিতে পারছেন কি-না।

সেই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। বৈঠক সুষ্ঠু পরিবেশে নির্বাচনের কথা জানানো হয়েছে। আমরা তাতে আশাবাদী। ’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছেন। তবে নির্বাচনে সব ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ’

এর আগে ব্রিটিশ হাইকমিশনার ব্লেক প্রায় ঘণ্টাখানেক জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।