শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে মহানগরীর কেডি ঘোষ রোডের বিএনপির দলীয় কার্যালয়ে বকুলের সংবাদ সম্মেলেন করে ফেরার পথে জেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বাংলানিউজকে বলেন, শেখ মোশারফ হোসেনের বিরুদ্ধে ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) রয়েছে। যে কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আর খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, ওয়ারেন্ট থাকায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাগরকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এমআরএম/জেডএস