ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খাগড়াছড়ির দুর্গম ৩ কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে সরঞ্জাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
খাগড়াছড়ির দুর্গম ৩ কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে সরঞ্জাম হেলিকপ্টারে করে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে জেলা ও উপজেলায় পৌঁছে গেছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম দু’টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দীঘিনালার নারাইছড়ির একটি কেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।


 
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. জাহিদ ইকবাল বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশনের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় হেলিকপ্টারের সহায়তায় দুর্গম শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ