ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটগ্রহণে প্রস্তুত গাইবান্ধার ৪৭৩টি কেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ভোটগ্রহণে প্রস্তুত গাইবান্ধার ৪৭৩টি কেন্দ্র

গাইবান্ধা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের লক্ষ্যে গাইবান্ধার চারটি সংসদীয় আসনের মোট ৪৭৩টি কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপার, বক্স, সিল, ফরম, প্যাকেটসহ নির্বাচনী সামগ্রী।

শুক্রবার (২৮ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ভোটগ্রহণের গাইবান্ধার চারটি সংসদীয় আসনে ৪৭৩টি কেন্দ্রের প্রস্তুতি এরমধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল থেকে ব্যালট পেপার ও বক্স, সিল, ফরম, প্যাকেটসহ সব প্রকার নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হবে। চরাঞ্চলসহ দূরের কেন্দ্রগুলোতে যাতে দুপুরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার থাকবেন। তাদের কাছে এসব নির্বাচন সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হবে। প্রিজাইডিং অফিসাররা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যর সহায়তা নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছাবেন।  

এদিকে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সেনা সদস্য, বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও অভিযান চলছে। বহিরাগত ও সড়ক-মহাসড়ক দিয়ে জেলায় প্রবেশ ঠেকাতে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে তারা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মতিন বাংলানিউজকে বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সবোর্চ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও চরাঞ্চলের কেন্দ্রগুলোর জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে। মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পাশাপাশি ১০ জন নির্বাহী ও ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

চারটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চার আসনে ৪৭৩টি ভোট কেন্দ্রে ২৬৮৫টি ভোট কক্ষ রয়েছে। এবার চারটি আসনে ১৩ লাখ ৭৩ হাজার ৮শ' ৬৫ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ আসনে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।