শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় মোবাইলে দ্রুতিগতির (থ্রিজি ও ফোরজি) ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা।
এর আগে দুপুরের দিকে অপারেটরগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
পড়ুন>> মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি বন্ধ
দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রাহকেরা জানান, বিকেল সাড়ে ৩টার পর থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না। তবে ২জি (দ্বিতীয় প্রজন্ম) ইন্টারনেট পাচ্ছেন তারা।
গ্রাহকেরা জানিয়েছেন, থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ হওয়ায় ইন্টারনেটে বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ভিডিও দেখা সম্ভব হবে না। ছবি আদান-প্রদানেও সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও খুবই ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বিটিআরসি ও মোবাইল অপারেটরদের বৈঠকে ভোটের দিন দ্রুতগতির ইন্টারনেট বন্ধের বিষয়ে আলোচনা হয়।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এমআইএইচ/এমএ