ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেনার অভিযোগে বিএনপির ৯ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেনার অভিযোগে বিএনপির ৯ কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বিএনপির নয় কর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে জেলা শহরের ভাদুঘর টিএনটি পাড়া থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিদের মধ্যে ইয়াছিন, মুছা, আশরাফ ও আনোয়ারের নাম জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, সাধারণ ভোটারদের কাছে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে-এমন খবর পেয়ে পুলিশ গিয়ে নয়জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ