সেজন্য প্রবেশ করতে হবে https://services.nidw.gov.bd/voter_center ঠিকানায়। এখানে নির্ধারিত স্থানে প্রথমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর দিতে হবে।
এদিকে, ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিসও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
এক্ষেত্রে এনআইডি নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারও এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে। যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে 105 নম্বরে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এইচএ/