ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্যালট পেপার ছিনতাই, প্রিজাইডিং অফিসারসহ আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ব্যালট পেপার ছিনতাই, প্রিজাইডিং অফিসারসহ আহত ৬

নোয়াখালী: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপি-জামায়াত কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। 

এসময় হামলাকারীরা প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানসহ ৬ জন নির্বাচনী কর্মকর্তাকে পিটিয়ে জখম করে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করে নিয়ে যায়।

শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মধ্যম নাটেশ্বর ইবতেদায়ী কওমি মাদ্রাসা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত প্রিজাইডিং অফিসারসহ আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাই যাওয়া ব্যালট পেপার উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।