ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত (৩৫) পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন ও ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জহির গুলিবিদ্ধ হয়।

তবে নিহত ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন বাংলানিউজকে জানান, ঘটনার সময় হঠাৎ ভোটকেন্দ্রে কয়েকজন দুর্বৃত্তরা এসে গুলি চালায়। এতে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল লতিফ বলেন, বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে গুলির শব্দ শুনেছি। কেন্দ্র রক্ষার দায়িত্বে থাকায় বাইরে কি হয়েছে তা জানতে পারিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজ বলেন, বড়ালিয়া সেন্টারের পেছনের ডোবা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ পাওয়া গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ