ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এজেন্টদের বের করে দেওয়া ঠিক না: বি চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এজেন্টদের বের করে দেওয়া ঠিক না: বি চৌধুরী বক্তব্য রাখছেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ভোটকেন্দ্র থেকে কোনো দলের এজেন্টদের বের করে দেওয়া ঠিক না। আমি জানি না কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। যদি ঘটে থাকে তাহলে তার তদন্ত হওয়া উচিত।

রোববার (৩০ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী একথা বলেন।  

তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হচ্ছে।

আশা করছি এর মাধ্যমে দেশবাসী একটি ভালো ফল পাবে।  

এই কেন্দ্রের পরিবেশ খুব ভালো জানিয়ে বি চৌধুরী বলেন, আমি এখন মুন্সীগঞ্জ যাচ্ছি। যাওয়ার সময় হয়তো বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের পরিবেশ দেখতে পারবো।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ