রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাকুড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি-জামায়াত কর্মীরা কেন্দ্রের দখল নিতে গেলে আওয়ামী লীগ কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন।
এই আসনের বর্তমান সংসদ সদস্য আয়েনউদ্দিন মেরাজকে তার কর্মী দাবি করেন। একইসঙ্গে বিএনপি-জামায়াত কর্মীরা তাকে পিটিয়েছে বলে জানান তিনি।
মোহনপুর ওসি আবুল হোসেন বাংলানিউজকে বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে আছে। সেখানে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএস/এএ