ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে বিএনপি নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
সিলেটে বিএনপি নেতা গ্রেফতার গ্রেফতার। ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে রোববার (৩০ ডিসেম্বর) ভোটের দিনে বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ময়নুল রশিদ চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামের বাড়ির সামনে থেকে ময়নুল রশিদকে গ্রেফতার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গত ৪ দিন আগে উপজেলার পালবাড়ি এলাকায় ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনইউ/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।