ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

অনেকেই চায় না আমি সংসদে যাই: পার্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
অনেকেই চায় না আমি সংসদে যাই: পার্থ বক্তব্য রাখছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: অনেকেই চায় না আমি জাতীয় সংসদে যাই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু হয়েছে আমাদের উপর নির্যাতন। পোস্টার লাগাতে দেয়নি, প্রচার করতে দেয়নি। নেতাকর্মীদের বাসায় রেখে গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এ অভিযোগ করেন।

ছোট ছোট কারণ দেখিয়ে তার পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

 

পার্থ বলেন, আমি প্রথম যে দিন মিটিং করতে গেলাম সেখান থেকে ১০-১২ জনকে গ্রেফতার করা হলো। এভাবে প্রতিদিনই ১০-১১ জন করে গ্রেফতার করা হয়েছে।  

‘দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব না সেটা শুধু ভোটের দিন নয়, প্রচারণা শুরুর প্রথম দিন থেকে প্রমাণ হয়েছে। ’ 

বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।