ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবেন শেখ হাসিনা ভোটাধিকার প্রয়োগ করছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর-২ আসনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। 

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শহরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।  

এসময়  নৌমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন দেখে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

জনগণের ভোটের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবেন শেখ হাসিনা। ১৯৭০ সালের পরে দেশে এবার আনন্দ-উল্লাসের মাধ্যমে নির্বাচন হচ্ছে। বিএনপি-জামায়াত কিংবা ঐক্যফ্রন্ট যে অভিযোগই করুক না কেন, তাদের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তারা ভিত্তি হারিয়ে ফেলেছে, ফলে ঐক্যফ্রন্টের অস্তিত্ব টিকিয়ে রাখাই কষ্ট। ’

এছাড়াও সকাল পৌনে ৯টার সময় ভোট দিয়েছেন মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই আলম চৌধুরী।

এসময় তিনি বলেন,‘শিবচরসহ সারাদেশেই সুষ্ঠু ভোটের মাধ্যমেই আমরা বিজয়ী হতে চাই। তাহলেই সেই বিজয়ের মধ্যে আনন্দ রয়েছে। উন্নয়নের জন্য দেশের জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে।  শিবচরসহ সব জায়গাতেই নির্বাচন সুষ্ঠু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।