ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

জয়পুরহাট: জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ও প্রধান সড়কে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় লাইনে দাঁড়ানো ভোটাররা আতঙ্কে চারদিকে ছুটাছুটি করতে থাকে।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রায় ২০ মিনিটি ভোটগ্রহণ বন্ধ থাকে।

পর আবারও ভোটগ্রহণ শুরু হলেও আতঙ্কের কারণে স্থানীয় ভোটারদের সংখ্যা কমে যায়। পরে স্থানীয় পুলিশ প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আবু সাইদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।