ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে নারীদের সরব উপস্থিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোটকেন্দ্রে নারীদের সরব উপস্থিতি ভোটকেন্দ্রে নারীদের সরব উপস্থিতি, ছবি: বাংলানিউজ

বরিশাল: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বরিশালের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। যদিও এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখ পড়ার মতো।

ঝই-ঝামেলা এড়াতে কুয়াশা কেটে শীত কমে যাওয়ার পরপরই নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। আর নারীরা সকাল সকাল ভোট দেওয়াটা স্বস্তির বলে মনে করছেন।

বরিশালের বিএম কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা রুপালি দাস বাংলানিউজকে জানান, ভোট দেওয়া নাগরিক দায়িত্ব তাই সকাল সকালই ভোট দিতে কেন্দ্রে আসলাম। ভোটকেন্দ্রে নারীদের সরব উপস্থিতি, ছবি: বাংলানিউজসরকারি মহিলা কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, বেশ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছি। সঙ্গে আমার মাও রয়েছেন। নিজের ভোট নিজের ইচ্ছেমতোই প্রার্থীকে দেবো।

এদিকে নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ভিডিপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। টহল কার্যক্রম ছাড়াও কেন্দ্র ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

বরিশাল জেলার ছয় সংসদীয় আসনের ৮০৫ কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ৪১৬ কেন্দ্র গুরুত্বপূর্ণ। ছয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৮১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৯৯ হাজার ৫৮৫ এবং নারী ভোটার ৮ লাখ ৮২ হাজার ৪৪ জন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।