ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ-বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ-বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচনী সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ইসরাইল রাজঘর গ্রামের ছাওয়াল মিয়ার ছেলে।

তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে ইসরাইল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুষ্কৃতিকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গেছে কিনা তা আমাদের জানা নেই।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে শুনেছি। তবে কিভাবে মারা গেছে তা জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়ার মৃত্যু হয়েছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ