ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিলেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট দিলেন মাশরাফি মাশরাফি বিন মর্তুজা। ( বাংলানিউজ ফাইল ছবি )

নড়াইল: নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার (৩০) দুপুর পৌনে ১টার দিকে ওই কেন্দ্রে তিনি তার নিজ ভোটটি দেন।

এর আগে, সকাল থেকে নিজ নির্বাচন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

 

ভোট শেষে মাশরাফি বাংলানিউজকে জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নড়াইল-২ আসনের ভোটগ্রহণ চলছে। তিনি আশাবাদী জনগণের ভোট নিয়ে বড় ব্যবধানে নির্বাচিত হবেন।  

ফলাফল যাই হোক সেটা মেনে নেবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।