ঢাকা-৬ আসনের ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালির একাংশ এবং বংশালের একাংশে ইভিএমে ভোট চলছে। টিকাটোলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও ইভিএমে ভোট চলছে।
টিকাটোলি কেএমদাশ লেন থেকে ভোট দিতে এসেছেন শারমিন চৌধুরি। যাত্রাবাড়ী আইডিয়ালে ইন্টার দ্বিতীয়বর্ষের ছাত্রী তিনি। ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শারমিন বলেন, ‘ভোটে দেরি হয়নি। ঝামেলামুক্ত ভাবে ভোট দিয়েছি। কোনো সমস্যা নাই। ভালো লেগেছে এমন কিছু দেখে। ’
জীবনের প্রথম ভোট ইভিএমে দিয়ে অনেকে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন কাজী সুস্মিতা। টিকাটোলি অভয়দাশ লেন থেকে ভোট দিতে এসেছেন তিনি। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। বলেন, আমি সৌভাগ্যবান প্রথম ভোট ইভিএমে দিয়েছি। অনেকে ইজিলি ভোট দিতে পারছে। ভোট টেকনোলজি বেইজ হওয়ায় বিশ্বস্ততা বেড়েছে। লাইনে অপেক্ষা করতে হয়নি। আমার মনে হয় ভোট দেওয়ার পর গণনাও সহজ হবে। ভোট চুরির ভয় থাকে না, স্বচ্ছতাও বেশি থাকে। ’
টিকাটোলি অভয়দাশ লেন থেকে আসা নুসরাত তাহসিন কামালী বলেন, ‘ইভিএমে প্রথম ভোট। ভালোও লাগছে। ইজিলিন, সিম্পল ও ঝামেলামুক্ত ভোট দিলাম। ইভিএম ভোট ইউজার ফ্রেন্ডলি। এক মিনিটেই ভোট দিতে পেরেছি। ’
প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘ইভিএম ভোটে সুবিধা বেশি। গণনার ধকল নাই। পদ্ধতিও সহজ। সময় কম লাগছে। গড়ে এক থেকে দেড় মিনিটে ভোট হয়ে যাচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআইএস/এমকেএম