ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনী-৩ আসনে ফের নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ফেনী-৩ আসনে ফের নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর সাংবাদিকদের ব্রিফ করছেন আকবর হোসেন

ফেনী: ভোটে ব্যাপক অনিয়ম আর কারচুপির অভিযোগ এনে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আকবর হোসেন।

রোববার (৩০ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে দাগনভূঞাঁর পৌর এলাকায় নিজ বাসভবনে সাংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

এ সময় আকবর হোসেন বলেন, ভোটের নামে প্রহসন হয়েছে।

নির্বাচনের আগের দিন বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এমন নজির দেখা যায়নি।

আকবর আরও বলেন, আগের দিন রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে রাখা হয়েছে। ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি।
হামলা করে আহত করা হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন।

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএইচডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।