ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাটোর-২ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
নাটোর-২ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জন

নাটোর: নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান সেন্টু ভোট বর্জন করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সেন্টু জানান, নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, প্রকাশ্যে সিল মারাসহ নির্বাচনী পরিবেশ না থাকার কারণে তিনি এ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।