ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘ভোট দিতে পারিনি, জীবনের ভয়ে ইসিতে এসেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
‘ভোট দিতে পারিনি, জীবনের ভয়ে ইসিতে এসেছি’ সংবাদ সম্মেলনে ঢাকা-১০ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল মান্নান

ঢাকা: ‘সকাল থেকে সবগুলো কেন্দ্রেই অনিয়ম মারামারি হচ্ছে। আমি ভোটই দিতে পারিনি। জীবনের ভয়ে নির্বাচন কমিশনে এসেছি’।

ঢাকা-১০ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল মান্নান সাংবাদিকদের কাছে রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে এমন অভিযোগ করেন।  

তিনি বলেন, ১১৫টি কেন্দ্রের সব ক’টিতেই এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।

অনেক কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও পাননি বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল মান্নান বলেন, আমি নির্বাচন থেকে সরে যেতে আসিনি। আপনাদের সহযোগিতা এবং সত্য তুলে ধরার জন্য অনুরোধ করতে এসেছি।  

তিনি বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেখতে চাই, তারা কতটা নিচে নামতে পারে।

২০টি কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া গেলেও তাদেরকে ভয়ভীতি এবং শারীরিক আঘাত করে বের করে দেওয়া হয়।  এর মধ্যে ৬ জন রক্তাক্ত। কয়েকজন নারী এজেন্ট রক্তাক্ত অবস্থায় আমার বাসায় আসে। হাতিরপুলে নারী কর্মীদেরকে শারীরিকভাবে আঘাত করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

যে সব কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে সেগুলো হলো- ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ সেন্ট্রাল রোড, হাতিরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়,  হাজারীবাগ জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ, টিটি কলেজ, ইভান ল্যাবরেটরি স্কুল, ডা. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ,  ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।