ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লা-১১ আসনে ধানের শীষ প্রার্থী তাহেরের ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
কুমিল্লা-১১ আসনে ধানের শীষ প্রার্থী তাহেরের ভোট বর্জন

কুমিল্লা: ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল দেওয়া ও এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ায় অভিযোগ এনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে তার পক্ষে নির্বাচন পরিচালক আব্দুস সাত্তার ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস সাত্তার বলেন, আওয়ামী লীগ ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখায়, ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে না দেওয়ায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।