রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ১০০টির বেশি কেন্দ্র ঘুরে দেখেছি।
নগরীজুড়ে সমন্বিতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নেই। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স।
প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিতে পারেন, এটা আমি সুনিশ্চিত করেছি। ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত এই নির্বাচনী অবস্থা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
ঢাকা-৪ আসনের (ডেমরা-শ্যামপুর) বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের উপর হামলার বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ওয়ারী ডিভিশনের ডিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অভিযোগ পুরোপুরি সত্য না হলেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এজেডএস/পিএম/জেডএস