ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেওড়াপাড়ার এক কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
শেওড়াপাড়ার এক কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ঢাকা: রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার এক কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে শেওড়াপাড়ায় অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (ব্রাঞ্চ-৩) কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

১৪ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ বলেন, শেওড়াপাড়ায় অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (ব্রাঞ্চ-৩) কেন্দ্রের সামনে জামায়াত-শিবিরের আট থেকে দশজনের একটি দল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিছে।

আমরা চলে আসার আগেই তারা ছিটকে পড়ে। তবে, এখন পরিস্থিতি শান্ত আছে। ভোটের সুন্দর পরিবেশ নষ্ট করতেই জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি জানতে চাইলে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জুবরাজ বাংলানিউজকে জানান, বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এডেজএস/পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।