ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীর ভোট বর্জন আহমদ আবদুল কাদের।

হবিগঞ্জ: কারচুপিরসহ বিভিন্ন অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমদ আবদুল কাদের।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে জেলার মাধবপুর উপজেলায় একটি নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

হবিগঞ্জ-৪ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী (বর্তমান সংসদ সদস্য) অ্যাডভোকেট মাহবুব আলী।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।