সংবাদ সম্মেলনে ওর্য়াকার্স পার্টিরে নেতারা। ছবি: বাংলানিউজ
বরিশাল: ভুয়া ও জবরদস্তিমূলক নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি করেছেন বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী আবদুস সাত্তার।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সাত্তার বলেন, দেশে আরও একটি কালো অধ্যায় সূচনা হলো, আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে এজেন্টদের বের করে দিয়েছে।
৩০টি কেন্দ্রের মধ্যে ২০ কেন্দ্রের এজেন্ট বের করে দিয়েছে তারা। ভোটারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিয়েছে তাদের লোকজন।
তাই এই নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এর আগে সকাল সোয়া ৮টায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন ওর্য়াকার্স পার্টির এই প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএস/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।