রোববার (৩০ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে তিতাস মোস্তফা দলীয় কার্যালয়ে এবং খলিলুর রহমান তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
এর আগে দুপুরে জয়পুরহাট শহরের বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
অন্যদিকে জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ছাত্রলীগের ৩ কর্মী ও ছাত্রদলের ১ কর্মী আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও এই আসনের অধিকাংশ ভোটকেন্দ্র সরকার দলীয় পোলিং এজেন্টরা দখলে নেওয়ার অভিযোগ ওঠে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
আরএ