ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়পুরহাটে বিএনপি ও জাপা প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জয়পুরহাটে বিএনপি ও জাপা প্রার্থীর ভোট বর্জন সংবাদ সম্মেলন করে প্রার্থীর ভোট বর্জন। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: কেন্দ্র দখল, ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আ স ম তিতাস মোস্তফা ও জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান ভোট বর্জন করেছেন। 

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে তিতাস মোস্তফা দলীয় কার্যালয়ে এবং খলিলুর রহমান তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে জয়পুরহাট শহরের বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কেন্দ্রগুলো ভোটার শূন্য হয়ে পড়ে।

অন্যদিকে জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ছাত্রলীগের ৩ কর্মী ও ছাত্রদলের ১ কর্মী আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও এই আসনের অধিকাংশ ভোটকেন্দ্র সরকার দলীয় পোলিং এজেন্টরা দখলে নেওয়ার অভিযোগ ওঠে।    

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ