ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হবিগঞ্জ-১ আসনের ১৫০ কেন্দ্র দখলের অভিযোগ রেজা কিবরিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
হবিগঞ্জ-১ আসনের ১৫০ কেন্দ্র দখলের অভিযোগ রেজা কিবরিয়ার

হবিগঞ্জ: হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের ১৫০টি কেন্দ্র দখলের অভিযোগ করেছেন এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।  

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে রোববার (৩০ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি আরো বলেন, বিএনপির এজেন্টদের মারধর করে বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া কারচুপি করে নৌকায় সিল মারা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।