ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনী-৩ আসনে এগিয়ে মহাজোটের মাসুদ উদ্দিন চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ফেনী-৩ আসনে এগিয়ে মহাজোটের মাসুদ উদ্দিন চৌধুরী মাসুদ উদ্দিন চৌধুরী ও আকবর হোসেন

ফেনী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে শুরুতেই এগিয়ে গেছেন মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

আসনের মোট ১২৬ কেন্দ্রের মধ্যে ২২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মাসুদ উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ১৭১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৮৭২ ভোট।  

রোববার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ফেনী-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৯৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭৫৫ জন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।