রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধিদল বিষয়টি জানায়
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন ভারতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্য পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব হোটেল সোনারগাঁওয়ে বিকেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারতের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা ও উষ্ণ সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচন সুশৃঙ্খল ও পরিশিলীতভাবে সম্পন্ন করতে পেরেছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ আমাদের চোখে পড়েছে।
৩০ ডিসেম্বর সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রচুর দেশি-বিদেশি পর্যবেক্ষক এসেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
টিআর/এএ