ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট মাহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট মাহী মাহী বি চৌধুরী। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ: ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরী।

তিনি বলেন, মুন্সিগঞ্জে তিনটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।  

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বাংলানিউজকে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটে অনিয়মের কিছু পাইনি। কোথাও সহিংসতা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আমি। তবে সিরাজদিখানের ইমামগঞ্জ এলাকায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এছাড়া আর কোনো সহিংসতা ঘটেনি। এ ঘটনার জন্য শাহ মোয়াজ্জেম হোসেনকে দায়ী করেন তিনি।  

তিনি আরও বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটারদের যে উপস্থিতি তা আগে কখনো দেখিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।