রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১২৬ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানিয়েছে।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট।
আসনটি দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভারত সীমান্ত সংলগ্ন এ আসনে হাল নাগাদসহ মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪১ হাজার ১১২। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৬৮৭ জন ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৪২৫ জন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট কেন্দ্র ১২৬টি। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আ.ক.ম সরোয়ার জাহান বাদশা (নৌকা প্রতীক), রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ প্রতীক), শাহরিয়ার জামিল (লাঙ্গল প্রতীক), নাজমুল হুদা (হাতপাখা প্রতীক) এবং আশরাফুল আলম (টেলিভিশন)।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআই