ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেহেরপুর-২ আসনে আ’লীগ প্রার্থী জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মেহেরপুর-২ আসনে আ’লীগ প্রার্থী জয়ী সাহিদুজ্জামান

মেহেরপুর: মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহিদুজ্জামান ১ লাখ ৬৯ হাজার ৩০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭ হাজার ৭৯২ ভোট। 

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ৮৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার বিষ্ণু পদ পাল এ ফলাফল ঘোষণা করেন। ‌

এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ২৬ হাজার ২৮৮ জন।

এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন ও নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৭০১ জন। নতুন ৩টি ভোটকেন্দ্রসহ মোট ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।