রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এ তথ্য জানান।
বাংলানিউজকে তিনি জানান, নড়াইল-২ আসনের ১৪০টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে বেসরকারি ফলাফল পৌঁছেছে। মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ৩৫ হাজার ২৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭২ ভোট।
নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআরএস