ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘খালেদার ঘাঁটি’তে জয়ী নৌকার শিরিন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
‘খালেদার ঘাঁটি’তে জয়ী নৌকার শিরিন  শিরিন আখতার/ফাইল ফটো

ফেনী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এলাকা ফেনী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। জেলে থাকার কারণে এবার নির্বাচন না করতে পারলেও এই আসন থেকে আগে চারবার নির্বাচিত হয়েছেন খালেদা।

তিনি ২ লাখ ১ হাজার ৮শ ১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী রফিকুল ইসলাম মজনু পেয়েছেন ২৫ হাজার ৬শ ১৬ ভোট।

 

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান কেন্দ্র থেকে প্রাপ্ত এ ফলাফল জানান।  

এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৬টি। নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৩৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ১২২ জন। মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৫৫ জন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।