ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠাকুরগাঁও-২ আসনে নৌকার দবিরুল ইসলাম জয়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ঠাকুরগাঁও-২ আসনে নৌকার দবিরুল ইসলাম জয়ী  মো. দবিরুল ইসলাম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মো. দবিরুল ইসলাম ২ লাখ ২৪ হাজার ৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত (ধানের শীষ) মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ৪ হাজার ৩২৮ ভোট। 

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর  মোট ১০৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার ৫৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মাসুদ এবং হরিপুর উপজেলার ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার এম জে আরিফ বেগ।

এ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৪১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ২১ জন ও নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৩৯৩ জন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ