ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিপুল ভোটে জয়ী মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
বিপুল ভোটে জয়ী মাশরাফি মাশরাফি বিন মর্তুজাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

নড়াইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (নড়াইল-২) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ বিয়য়টি জানান।

>>>আরো পড়ুন...এগিয়ে মাশরাফি

কাজী মাহবুবুর রশিদ জানান, নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট।

তার প্রতিন্দ্বন্দ্বি ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এনপিপির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।  

এরআগে, সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৪৪জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।