নাঈমুর রহমান দুর্জয়। ফাইল ছবি
মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয়। তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী খন্দোকার আব্দুল হামিদ ডাবলু।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুর্জয় পান ২ লাখ ৫১ হাজার ৯৫৫ ভোট এবং ডাবলু পান ৫৬ হাজার ৪৪৭ ভোট। জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ নির্বাচনী আসন গঠিত।
এখানকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৬১০ জন। এদের নারী ভোটার ১ লাখ ৯২হাজার ৪৮৯ জন। আর পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ১২১ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৬৫ টি।
মানিকগঞ্জ-১ আসনে আ’লীগ মনোনীত (নৌকা) এ.এম নাঈমুর রহমান দুর্জয়, বিএনপি মনোনীত (ধানের শীষ) এ্যাড. আব্দুল হামিদ ডাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ মুসলীম লীগ (হারিকেন) প্রতীকে মো. ফারুক হোসেন আসাদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
কেএসএইচ/এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।