ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হিরো আলমের স্বপ্ন ভেঙে বিএনপির মোশারফের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
হিরো আলমের স্বপ্ন ভেঙে বিএনপির মোশারফের জয় মোশারফ হোসেন/ফাইল ফটো

বগুড়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বহুল আলোচিত প্রার্থী হিরো আলমের স্বপ্ন ভেঙে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জয়ী হয়েছে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন। 

রোববার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার ও কাহালু উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
এই আসনের মোট ১০৫টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট ও নৌকা প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী জাসদের রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট।

আর হিরো আলম পেয়েছেন ৬৩৮ ভোট।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।