রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টায় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী বকতিয়ার হোসেন হাতপাখা প্রতীক নিয়ে ১ হাজার ৩৩০ ভোট পেয়েছেন।
অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। একইসঙ্গে তিনি পুনঃনির্বাচনের দাবি জানান।
যশোর-১ আসনে মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫৩৩ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৫৫ জন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এজেডএইচ/ওএইচ/