আপেল প্রতীকে ২ লাখ ৮৩ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন শহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট।
লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ আর পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন। আসটিতে ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
লক্ষ্মীপুর-২ আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান মাঝ পথে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলামকে আওয়ামী লীগ সমর্থন দেয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআর/এমজেএফ